ঢাকা হচ্ছে বাংলাদেশের একটি আধুনিক শহর যার কারণেই ঢাকাকে বাংলাদেশের রাজধানী বলা হয়। বাংলাদেশের যেকোনো শহরের মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই সবার জীবনেরই একটা আশা থাকে ভালো একটি কলেজে এডমিশন নিয়ে এবং সেখানে ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করা। এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এখন কলেজে এডমিশন নেয়ার জন্য ফরম উত্তোলন করছেন তাদের জন্য একটি জরুরি তথ্য দরকার সেটি হল কোন কলেজের আবেদন করার জন্য কত মার্ক প্রয়োজন সেটি আমরা অনেকেই জানিনা এছাড়াও সেই কলেজের আসন সংখ্যা কত এটা আমরা জানি না তাই আজকে আপনাদেরকে জানাবো ঢাকার প্রতিটা কলেজের মার ও আসন সংখ্যা।
ঢাকা শহরের বিভিন্ন কলেজে ভর্তি মার্কস ও আসন সংখ্যা
নং | কলেজের নাম | মার্ক | বিজ্ঞান
আসন |
মানবিক
আসন |
ব্যবসা
আসন |
১ | সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা | 3.00 | 350 | 550 | 900 |
২ | কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা | 3.50 | 550 | 650 | 800 |
৩ | সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা | 4.75 | 1230 | ||
৪ | বিএএফ শাহীন কলেজ, ঢাকা | 5.00 | 733 | 160 | 555 |
৫ | সবুজবাগ সরকারি কলেজ, ঢাকা | 4.00 | 150 | 150 | 150 |
৬ | ঢাকা কমার্স কলেজ, ঢাকা | 3.50 | 2800 | ||
৭ | সরকারি বঙ্গবন্ধু কলেজ, ঢাকা | 4.00 | 200 | 260 | 416 |
৮ | মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা | 4.80 | 410 | 175 | 415 |
৯ | ঢাকা উদ্যান সরকারি কলেজ, ঢাকা | 4.50 | 300 | 300 | 300 |
১০ | সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা | 3.00 | 425 | 625 | 875 |
১১ | লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ | 2.00 | 150 | 150 | 150 |
১২ | আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ | 4.00 | 250 | 321 | 312 |
১৩ | বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ | 4.00 | 550 | 750 | 760 |
১৪ | সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ, | 3.00 | 150 | 150 | 150 |
১৫ | ভাসানটেক সরকারি কলেজ, ঢাকা | 4.00 | 300 | 350 | 350 |
১৬ | ঢাকা কলেজ | 5.00 | 917 | 200 | 225 |
১৭ | কমলাপুর স্কুল এন্ড কলেজের | 3.50 | 100 | 100 | 200 |
১৮ | ধামরাই সরকারি কলেজ, ঢাকা | 3.50 | 250 | 525 | 500 |
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫” এর নীতি ৬.০ অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত সিডিউল:
ক্রমিক | বিষয় | তারিখ |
১ | ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে)
অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। |
৩০/০৭/২০২৫ (বুধবার) থেকে ১১/০৮/২০২৫ (সোমবার) |
২ | আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি | ১২/০৮/২০২৫ (মঙ্গলবার) |
৩ | শুধুমাত্র পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ | ১৩/০৮/২০২৫ (বুধবার) থেকে ১৪/০৮/২০২৫ (বৃহস্পতিবার) |
৪ | পছন্দক্রম পরিবর্তনের সময় | ১৫/০৮/২০২৫ (শুক্রবার) |
৫ | ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ | ২০/০৮/২০২৫ (বুধবার রাত ৮:০০ টায়) |
৬ | শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) | ফল প্রকাশের পর থেকে ২২/০৮/২০২৫ (শুক্রবার) (রাত ৮:০০ টা পর্যন্ত) |
৭ | ২য় পর্যায়ে আবেদন গ্রহণ | ২৩/০৮/২০২৫ (শনিবার) থেকে ২৫/০৮/২০২৫ (সোমবার) (রাত ৮:০০ পর্যন্ত) |
৮ | পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ | ২৮/০৮/২০২৫ (বৃহস্পতিবার রাত ৮:০০ টায়) |
৯ | ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ | ২৮/০৮/২০২৫ (বৃহস্পতিবার রাত ৮:০০ টায়) |
১০ | ২য় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) | ২৯/০৮/২০২৫ (শুক্রবার) থেকে ৩০/০৮/২০২৫ (শনিবার রাত ৮:০০ পর্যন্ত) |
১১ | ৩য় পর্যায়ে আবেদন গ্রহণ | ৩১/০৮/২০২৫ (রবিবার) থেকে ০১/০৯/২০২৫ (সোমবার) |
১২ | পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ | ০৩/০৯/২০২৫ (বুধবার রাত ৮:০০ টায়) |
১৩ | ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ | ০৩/০৯/২০২৫ (বুধবার রাত ৮:০০ টায়) |
১৪ | ৩য় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে) | ০৪/০৯/২০২৫ (বৃহস্পতিবার রাত ৮:০০ পর্যন্ত) |
১৫ | সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ | ০৫/০৯/২০২৫ (শুক্রবার) |
১৬ | ভর্তি | ০৭/০৯/২০২৫ (রবিবার) থেকে ১৪/০৯/২০২৫ (রবিবার) |
১৭ | ক্লাস শুরু | ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (সোমবার |
উল্লেখ্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোন ভর্তি কার্যক্রম করা হবে না।
ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন
শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা: www.xiclassadmission.gov.bd। শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫ (পাঁচ)টি এবং সর্বোচ্চ ১০ (দশ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
একাদশ শ্রেণিতে ভর্তি ও ফি
কলেজ/সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ, শিষ্ট, পুরুষ/মহিলা/সহশিক্ষা, ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফিসহ অনুমোদিত অন্যান্য সকল ফি, ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে।
বোর্ডের পূর্বানুমতি ব্যতীত নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ডসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত কলেজ/সমমানের প্রতিষ্ঠানে এই বিধানের ব্যত্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ/ সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে। ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র দাখিল করতে হবে।
ভর্তি প্রক্রিয়ার পূর্বেই বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফিসহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ এর লিস্ট স্ব স্ব কলেজের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে। কোন শিক্ষার্থীর নিকট হতে অনুমোদিত ফি-এর অতিরিক্ত কোন অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সকল ফি যথাযথ রশিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে।
শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে:
ক্রমিক | বিবরণ | পরিমাণ |
১ | রেজিস্ট্রেশন ফি | ১৪২/- |
২ | ক্রীড়া ফি | ৫০/- |
৩ | রোভার/রেঞ্জার ফি | ১৫/- |
৪ | রেড ক্রিসেন্ট ফি (৪০/-টাকার ৪০% = ১৬/-টাকা) | ১৬/- |
৫ | বিজ্ঞান ও প্রযুক্তি ফি | ৭/- |
৬ | বি.এন.সি.সি. ফি | ৫/- |
৭ | শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি | ১০০/- |
মোট= | ৩৩৫/- |
শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ (৪০/- টাকার ৬০%) ২৪/- টাকা গ্রহণ করবে। প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা বোর্ডে প্রেরণ করতে হবে।
ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বোর্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ফি প্রদান করে কলেজ, গ্রুপ ও বিষয় পরিবর্তন করতে পারবে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে বিজ্ঞান গ্রুপে গ্রুপ পরিবর্তনের কোনো সুযোগ নেই।
বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে ভর্তি হওয়ার পর পরবর্তীতে বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তনের কোন সুযোগ নেই। কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন অবস্থাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এস.এস.সি. বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উক্ত শিক্ষার্থী বা তার অভিভাবক ব্যতীত অন্য কোন ব্যক্তি বা শিক্ষা প্রতিষ্ঠানে হস্তান্তর করতে পারবে না বা অন্য কোন অজুহাতে কোন শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট আটক রাখতে পারবে না।
ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা জমাদানের সময় প্রত্যেক প্রতিষ্ঠানকে বোর্ড কর্তৃক নির্ধারিত উল্লিখিত ফি এর বিবরণীর সাথে প্রতিষ্ঠান কর্তৃক খাতওয়ারি গৃহীত অন্যান্য ফি’র বিবরণী আলাদাভাবে জমা দিতে হবে।